মেয়র, ধনবাড়ী পৌরসভা
টাঙ্গাইল, বাংলাদেশ।
ধনবাড়ী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় অবস্থিত। এটি রাজধানী ঢাকার ১৫৭ কিঃমিঃ (৩ ঘন্টা ১০ মিঃ গাড়ির দূরত্ব) উত্তরে। “ঢাকা-জামালপুর” মহাসড়ক, এই পৌরসভার ভিতর দিয়ে গিয়েছে। মোট আয়তন ২৪.৮৯ বর্গ কিলোমিটার। এটির আছে ০৯টি ওয়ার্ড, ৩৫টি গ্রাম/মহল্লা, ১১টি মৌজা এবং ১,৫০,৭০৯ জনসংখ্যা (জনগণনা ২০১৯) এবং দ্রুত বাড়ছে। ধনবাড়ী পৌরসভা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার অন্তর্গত ‘খ’ শ্রেণির একটি পৌরসভা।